বুড়িচংয়ে ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা উপলক্ষে শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। সভাপতিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান এবং উন্মুক্ত বাজেট পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ আব্দুর রহমান রব। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ মোর্শেদ আলম এবং ইউপি সচিব হামিদা খাতুন।

ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান রব ২০১৯-২০ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষনা করেন। বাজেট নির্ধারন করা হয় ১৩ কোটি ৫৬ লক্ষ ৫ হাজার ৯ শত ৫২ টাকা। বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে যোগাযোগ খাতে এবং দ্বিতীয় বাজেট ধরা হয়েছে শিক্ষা খাতে।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে মোঃ আলমগীর হোসেন, মোঃ দুলাল মিয়া, মোঃ ইউনুস মিয়া, মোঃ মজিবুর রহমান, মোঃ সেলিম হোসেন মোল্লা, মোসাঃ শাহিদা আক্তার, মোসাঃ মিনুয়ারা বেগম, মোসাঃ নিলুফা আক্তার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মাষ্টার, অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মফিজুল ইসলাম বি.এস.সি. , ডা. মোঃ আবু হারেজ, ডা. মোঃ জহিরুল ইসলাম, সমাজসেবক মোঃ আলী খোকন, আব্দুর রব ভূইয়া, হাজী আব্দুল লতিফ, মোঃ শাহ আলম, মোঃ নাজির আহমেদ, যুবলীগ নেতা মোঃ আজমীর হোসেন, ছাত্রলীগ নেতা ওমর ফারুক প্রমুখ।

আরো পড়ুন