বুড়িচংয়ে র‌্যাবের অভিযানে বিকাশ হ্যাকিং চক্রের মূলহোতা আটক

স্টাফ রিপোর্টারঃ বিকাশ অ্যাকাউন্ট হ্যাকিং চক্রের অন্যতম সদস্যকে বিপুল পরিমাণ মোবাইল সিমকার্ড ও ইলেকট্রিক সামগ্রীসহ আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

আটক হওয়া খোরশেদ আলম উপজেলার ছয়ঘড়িয়া এলাকার মৃত. ফজর আলীর ছেলে ।

মঙ্গলবার ভোরে সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মো. আতাউর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল কুমিল্লা বুড়িচং এর ছয়ঘড়িয়া এলাকা থেকে বিকাশ অ্যাকাউন্ট হ্যাকার চক্রের এই সদস্যকে আটক করে।

তার কাছ থেকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, দুটি ডেক্সটপ কম্পিউটার, ৬৩টি সিমকার্ড, মডেম, হ্যাকিং সফটওয়্যার, মোবাইল ফোন, ভুয়া আইডিকার্ড, চেকবই উদ্ধার করা হয় বলে সংবাদ ব্রিফিংয়ে জানায় র‌্যাব।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মো. আতাউর রহমান জানান, খোরশেদ আলম হ্যাকিংয়ের মাধ্যমে অসংখ্য বিকাশ এজেন্ট, মানি ট্রান্সফার এজেন্ট, ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে দেশের এবং প্রবাসীদের প্রেরিত প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ চক্রের সাথে জড়িত অপর সদস্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন