বুড়িচং দেবপুরে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো.জাকির হোসেনঃ শুক্রবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের দেবপুর পুলিশ ফাঁড়ীর পশ্চিম পাশের মাঠে ক্রীড়া শক্তি, ক্রীড়া বল মাদকের বিরুদ্ধে ফুটবল এই স্লোগানকে সামনে রেখে দেবপুর এলাকায় বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আবু ইউসুফ ফসিউজ্জামান। খেলা সভাপতিত্ব করেন ময়নামতি ইউপি চেয়ারম্যান মোঃ লালল হায়দার, খেলায় উপস্থাপনা ও ধারাভাষ্যকার হিসেবে ধারা বিবরণী পেশ করেন চট্টগ্রাম বিভাগের ধারাভাষ্যকার মোঃ সামছুল হক সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারেল্লা দক্ষিন ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল, বি.কম, আজিজ টেলিকমের সত্ত¦াধিকারী মোঃ শাহআলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাছির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন, আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মোঃ সুমন মিয়া সহকারী শিক্ষক আলমগীর হোসেন, ফরিদ উদ্দিন। খেলার রেফারীর দায়িত্ব পালন করেন ছিদ্দিকুর রহমান অরুন মাষ্টার, সহকারী রেফারী ছিলেন আঃ সোবহান পুলিশ। বিবাহিত দলের মধ্যে খেলোয়ার ছিলেন ব্যাংক এশিয়ার কাস্টমার সার্ভিস অফিসার মোঃ জহিরুল কাইয়ুম, মার্কিটিং অফিসার আলী হোসেন, পুলিশ সদস্য মোঃ মামুন মিয়া সহ আরো অনেকে। খেলায় বিবাহিত ৩-২ গোলে অবিবাহিত দলকে পরাজিত করে। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন বিবাহিত দলের পুলিশ সদস্য মোঃ মামুন মিয়া ও ফাঁড়ীর পেশ ইমাম মোঃ ফোরকান হোসেন।

অনুষ্ঠিত খেলায় এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন প্রধান অতিথি দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আবু ইউসুফ ফসিউজ্জামান।

আরো পড়ুন