বুড়িচং বাকশীমূল ইউপি নির্বাচনে স্বতন্ত্র, বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: আব্দুল করিম ঠিকাদার, বিএনপির মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান লিটন,মোঃ কবির হোসেন চৌধুরী, গাজী মোঃ মনির হোসেন (সাবেক মেম্বার) উপজেলা নির্বাচন অফিসার মোঃ আতাউল হকের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ২৯ মার্চ অনুষ্ঠিতব্য বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত আওয়ামীলীগ, বিএনপি একক প্রার্থী ও স্বতন্ত্র ৩ জন প্রার্থীসহ মোট ৫ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে ২৮ ফেব্রুয়ারী বুধবার আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: আব্দুল করিম ঠিকাদার ১লা মার্চ বৃহস্পতিবার বিএনপির একক প্রার্থী মো: জসিম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মিজানুর রহমান লিটন, বৃহত্তর কুমিল্লা জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কবির হোসেন চৌধুরী, সাবেক মেম্বার গাজী মো: মনির হোসেন। এই আসনে মোট চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৫ জন।

তার মধ্যে আব্দুল করিম ঠিকাদার আওয়ামীলীগ থেকে নৌকা মার্কা ও বিএনপি থেকে মো: জসিম উদ্দিন ধানের শীষ মার্কা প্রতীক পেয়ে মনোনীত হয়েছেন।

আর স্বতন্ত্রপ্রার্থীদের মধ্যে সম্ভাব্য মার্কা আনারস প্রার্থী মো: মিজানুর রহমান, চশমা মার্কা গাজী মো: মনির হোসেন মেম্বার, সিএনজি মার্কা মো: কবির হোসেন চৌধুরী। তারা এই প্রতীক চেয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

তবে সাধারন মানুষের ধারণা একাধিক প্রার্থীর মধ্যে কে হবে চেয়ারম্যান বিজয়ী এবং কে বা হবে মোস্তফা মাস্টারের শূণ্য আসনের অধিকারী। আবার কেউ কেউ বলছে নির্বাচন পর্যন্ত কতটুকু লড়াই করে প্রার্থীরা মাঠে থাকতে পারবে! এই শুধু মানুষের মুখে গুঞ্জন শোনা যাচ্ছে। আবার কারও কারও প্রশ্ন সুষ্ঠু নির্বাচন হবে তো? আমরা কেন্দ্র গিয়ে ভোট দিতে পারব তো?

আব্দুল করিম

১। আওয়ামীলীগের আব্দুল করিম ঠিকাদার:
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ আতাউল হক এর নিকট ২৮ ফেব্রুয়ারী বুধবার মনোনয়নপত্র জমা দেন মো: আব্দুল করিম ঠিকাদার। এসময় উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী আলহাজ¦ মো: আব্দুর রশিদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, যুগ্ম সম্পাদক গোলাম ছারোয়ার মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: নজরুল ইসলাম আখন্দ, সেক্রেটারী আব্দুল সালাম, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: লিটন রেজা, কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো: জামাল হোসেন, রকিবুল আলম মেম্বার, মহিলা সদস্য ইয়াছমিন আক্তার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী হাসানুজ্জামান হাসান, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, শরীফুল ইসলাম প্রমুখ।

মো: জসিম উদ্দিন

২। বিএনপির মো: জসিম উদ্দিন:
গতকাল বৃহস্পতিবার দুপুরে মোঃ জসিম উদ্দিন মনোনয়ন পত্র নিয়ে বুড়িচং উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ আতাউর রহমানের নিকট জমা দেন। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির চেয়ারম্যান, প্রচার সম্পাদক এড. ওমর ফারুক, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান, সেক্রেটারী জাকির হোসেন চৌধূরী, ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সেক্রেটারী মোঃ রহিম খাঁন লিটন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, কৃষক দলের সহ-সধারন সম্পাদক শরিফুল ইসলাম, গ্রাম সর্দার মোসলেম উদ্দিন, জাহাঙ্গীর আলম, কাজী আবদুল করিম, গ্রাম সর্দার আবদুল কুদ্দুছ, গ্রাম সর্দার জুলফিকার আহাম্মেদ প্রমূখ।

মো: মিজানুর রহমান লিটন

৩। স্বতন্ত্রপ্রার্থী মো: মিজানুর রহমান লিটন:
গতকাল বৃহস্পতিবার দুপুরে মো: মিজানুর রহমান লিটন মনোনয়ন পত্র নিয়ে বুড়িচং উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ আতাউর রহমানের নিকট জমা দেন। এসময় উপস্থিত ছিলেন প্রস্তাবকারী ফরিদ উদ্দিন খান, সমর্থনকারী মো: জসিম উদ্দিন মাস্টার। উপজেলা আওয়ামীলীগ নেতা মো: মশিউর রহমান খান, সাবেক ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান খান রুমেল, হাজী সালাম উদ্দিন (বাকশীমূল), সানাউল, শরীফ উদ্দিন, বুড়িচং উপজেলা প্রবাসী আওয়ামী যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আহসান হাবিব জুয়েল প্রমূখ।

গাজী মো: মনির হোসেন

৪। স্বতন্ত্রপ্রার্থী গাজী মো: মনির হোসেন:
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজী মো: মনির হোসেন মেম্বার মনোনয়ন পত্র নিয়ে বুড়িচং উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ আতাউর রহমানের নিকট জমা দেন। এসময় উপস্থিত ছিলেন প্রস্তাবকারী মো: আশিকুর রহমান খান, সমর্থনকারী মো: জিয়াউর রহমান হিমেল খান, মোহাম্মদ হোসেন (পিতাম্বর), ফিরোজ (বলরামপুর), বুড়িচং ব্যবসায়ী মো: রনি (বাকশীমূল দক্ষিণপাড়া), শামীম (বাকশীমূল), মান্নান (মিরপুর), মো: সুমন, আবদু কাজী, আব্দুল কুদ্দুস চেছু প্রমূখ।

মো: কবির হোসেন চৌধুরী

৫। স্বতন্ত্রপ্রার্থী মো: কবির হোসেন চৌধুরী:
গতকাল বৃহস্পতিবার দুপুরে মো: কবির হোসেন চৌধুরী মনোনয়ন পত্র নিয়ে বুড়িচং উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ আতাউর রহমানের নিকট জমা দেন। এসময় উপস্থিত ছিলেন আবুল হাসেম, সুলতান মেম্বার, ফারুক মেম্বার, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আব্দুস সাত্তার, দেলোয়ার হোসেন, মো: আব্দুর রশিদ, মো: মানিক প্রমূখ।

উল্লেখ্য, এই পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ মোস্তফা মাষ্টারের মৃত্যুর কারণে ইউনিয়নের চেয়ারম্যান আসনটি শূণ্য হয়। ফলে গত ১৯ ফেব্রুয়ারী বুড়িচং উপজেলা নির্বাচন অফিসার এই ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। আগামী ২৯ মার্চ চেয়ারম্যান পদে এই ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন