বুড়িচং-ব্রাহ্মনপাড়া উপজেলার গ্রামীন জনপদের উন্নয়ন করা হবে-মতিন খসরু এমপি

মো. জাকির হোসেনঃ সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আবদুল খসরু এমপি বলেছেন যে, স্থাণীয় সরকার শক্তিশালী করনের মাধ্যমে বুড়িচং-ব্রাহ্মনপাড়া উপজেলার গ্রামীন জনপদের উন্নয়ন করা হবে। ছোট ছোট বাজেটের মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলিও শক্তিশালী হয়ে উঠছে। গ্রামগঞ্জ উন্নয়নে ইউনিয়ন পরিষদের বাজেট গুরত্বপূর্ন ভূমিকা পালন করছে।

গতকাল শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষনা ও ইউনিয়ণ আ’লীগ নেতা, পীরযাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মৌলভীবাজার জেলা বাটেক্সো (টিএন্ডটি) এর সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোঃ ফজলুর রহমান সহীদ এর স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন।

পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজ মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের ঠিকাদান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, বুড়িচং থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার দে, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও ফকিারবাজার স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক। ছাত্রলীগ নেতা আবু হাছান ভূইয়ার পরিচালানায় এসময় বক্তব্য রাখেন আ’লীগ নেতা আবু তাহের চেয়ারম্যান, আ’লীগ নেতা রেজাউল করিম, সফি উল্লাহ, জসিম উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা কামাল উদ্দিন ঠিকাদার, জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা গাজী সরু মিয়া মেম্বার, যুবলীগ নেতা এমএ আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন ঠিকাদার, এড. মোবারক হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান মাছুম, সুলতান আহাম্মদ মেম্বার বাহারুল ইসলাম জহির, মাহাবুবুর রহমান ভূইয়া মেম্বার, জয়নাল আবেদিন মেম্বার, হাফিজুর রহমান মেম্বার, আবুল কাশেম মেম্বার, নেয়ামত উল্লা মেম্বার, বাজেট পেশ করেন ইউপি সচিব আবুল মনসুর মজুমদার। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরযাত্রাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ রেজাউল করিম, এসময় বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এলাকার গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন