ব্রাহ্মণপাড়ায় কিটনাশক খেয়ে ৫সন্তানের জননীর অত্মহত্যা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা বাজারে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কিটনাশক (ক্যারির ট্যাবলেট) খেয়ে সাহেরা খাতুন (৫৭) নামের এক ৫ সন্তানের জননী আত্মহত্যা করেছে। মৃত সাহেরা খাতুন উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী।

এব্যাপারে মৃত সাহেরা খাতুনের ভাই সিদ্দিকুর রহমান জানান, আমার বোন গত কয়েকদিন যাবত শারীকির বিভিন্ন সমস্যায় ভোগছিল। সে ঘটনার দিন আমাদের সকলের অজান্তে চান্দলা বাজারে গিয়ে কিটনাশক (ক্যারির ট্যাবলেট) সংগ্রহ করে চান্দলা বাজারের ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা অফিসের পিছনের একটি পুকুর পাড়ে গিয়ে খেয়ে ফেলে এবং সেখান ওই পুকুরে পরে যায়। বিষয়টি এলাকার লোজন দেখতে পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সে ৩ মেয়ে ও ২ ছেলের জননী।

আরো পড়ুন