ব্রাহ্মণপাড়ায় কুখ্যাত ২ ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া সংবাদদাতাঃ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় গত ২৬ সেপ্টেম্বর নাল্লা গ্রামে মধ্যরাতে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত কুখ্যাত ২ ডাকাতকে বিদেশী পিস্তল ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবিরের নেতৃত্বে এসআই যুযুৎসু যশ চাকমা, এসআই আতিকুজ্জামান, এসআই মামুনুর রশিদ, এএসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স বুধবার মধ্যরাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের আবদুর রাজ্জাক মেম্বারের বাড়ীর পুকুরপাড় থেকে লাল মিয়া ভূঁইয়া বাড়ীর তাজুল ইসলাম ওরফে শিশু মিয়ার ছেলে আসাদুল হক (২৫) এবং একই গ্রামের জানু মিয়ার ছেলে ঈমন (২৭)কে একটি বিদেশী রিভালবার, তিন রাউন্ড গুলি ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কুখ্যাত ডাকাত ইমনের বিরুদ্ধে ২০১৪ সালের একটি ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই যুযুৎসু যশ চাকমা এ প্রতিনিধিকে জানায়, গত ২৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্য আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অচিরেই ডাকাতির সাথে জড়িত সকল ডাকাত সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের গতকাল বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন