ব্রাহ্মণপাড়ায় খামারী মালিকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এনএটিপি-২ এর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের নির্বাচিত সিআইজি খামারীদের মাঝে বিভিন্ন প্রকার উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল ৭ নভেম্বর বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সুষম খাদ্য ও স্বাস্থ্য ব্যাবস্থাপনায় গাভী পালনের লক্ষে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রাণিসম্পদ সার্জন ডাক্তার শুভ সূত্র ধর এর সঞ্চালনায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান ও সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা ছারোয়ার খান। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও খামারী মালিক মোঃ বিল্লাল হোসেন সরকার, সাহেবাবাদ মহিলা ইউপি সদস্য মোসাঃ তাহমিনা আক্তার তফুরা সহ উপজেলার বিভিন্ন খামারী মালিকগণ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকার্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচি ও আলোচনা সভা শেষে অতিথিরা খামারীদের মাঝে প্রদর্শণী বোর্ড, গভাদি পশুর খাদ্যসহ বিভিন্ন উপকর বিতরণ করেন।

আরো পড়ুন