ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমান

আশিকুর রহমানঃ সোমবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রেজিষ্ট্রেশন বিহীন যানবাহন চলাচল, মেয়াদ উত্তীর্ন ঔষুধ ও খাবার বিক্রয়ের দায়ে মটর যান আইন ও ভোক্তা অধিকার আইনে বিভিন্ন যানবাহন ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পৃথক পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে নগদ অর্থ জরিমান আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) স¤্রাট খীসা। এ সময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সোহেল রানা ও থানার এস আই গোবিন্দ কুমার সর্মা সহ পুলিশের একটি দল।

জানাগেছে, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার টাটেরা গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ খলিলকে ১৫ শ, একই উপজেলার ভিউটি পর্লার ব্যবসায়ী রুহানী আক্তার লিজাকে ২ হাজার, একই উপজেলার বড়ধুশিয়া গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মোঃ আলমকে ৫শ, বুড়িচং উপজেলার গাজীপুর গ্রামের রকমত আলীর ছেলে সাইফুল ইসলামকে ৫শ, একই উপজেলার খাড়াতাইয়া গ্রামের আঃ কাদেরের ছেলে জাহাঙ্গীর আলমকে ৫শ টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমান করে নগদ আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

আরো পড়ুন