ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায়

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ও স্বাস্থ্যবিধি না মানায় ১৬টি মামলায় ৩০জনকে ২২ হাজার ৩শ টাকা অর্থদ- দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণপাড়া সদর বাজার, ধান্যদৌল বাজার, বড়ধুশিয়া বাজারে এবং কুমিল্লা-মিরপুর সড়কে ভ্রাম্যমান আদালতের এ অভিযানটি যৌথ ভাবে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

এ সময় ব্রাহ্মণপাড়া সদর বাজারের ও অন্যান্য বাজারের ব্যবসায়ী শামসু মিয়াকে ভোক্ত অধিকার আইনে ১হাজার, হারুন অর রশিদকে একই আইনে ১হাজার, আঃ লতিফকে ৫হাজার, শাহ জালালকে ৫হাজার, মাহাবুবুর রহমানকে ২হাজার, নয়ন বনিককে ৫হাজার এবং স্বাস্থ্যবিধি না মানায় মাসুদ রানাকে ৫শ, আনোয়ার হোসেনকে ১শ, দুলাল মিয়াকে ১শ, লিয়াকত আলীকে ২শ, জুয়েলকে ১শ, সেলিম কাইয়ুমকে ২শ সহ আরো ৪টি মামলায় আরো কয়েক জন ব্যক্তিকে ২১শ টাকা নগদ অর্থ জরিমান করে মোট ২২ হাজার ৩শ টাকা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

আরো পড়ুন