ব্রাহ্মণপাড়ায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশিকুর রহমানঃ বৃহস্পতিবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিসব ২০১৯ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরীর নেতৃত্বে র‌্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সড়কে র‌্যালীটি ঘুরে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরীর। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলী হায়দার, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মনিরা আক্তার, আ’লীগ নেতা আকতার হোসেন, আলমগীর হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক ঠিকাদার, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, রোটারী ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার সভাপতি রোটা. কবির আহাম্মেদ ভূইয়া, সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এনামুল হক সুমন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

আরো পড়ুন