ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টের আসামীসহ ১১ জন গ্রেফতার

আশিকুর রহমান ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্তবর্তী এলাকায় ও বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীসহ ১১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। এসময় পুলিশ ও বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২কেজি গাঁজা ও ১১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির এর নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াস, এস আই যুযুৎসু যশ, এস আই সফিকুর ইসলাম, এস আই মামোনুর রশিদ, এস আই বাবুল হোসেন, এস আই রাজু আহাম্মেদ, এস আই আব্দুল কুদ্দুছ, এস আই আমিনুর রহমান, এএস আই আজিজুর রহমান, এএস আই মাঈনুল হক, এএস আই বিপুল চন্দ্র রায়, এএস আই দিপংকর দাস, এএস আই নুরুল আমিন, এএস আই কৃষ্ণ সরকার, এএস আই আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চান্দলা, গোপাপল নগর, তেতাভূমি, গঙ্গানগরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় থানা পুলিশ উপজেলার চান্দলা (খলিফাপাড়া) গ্রামের মৃত আঃ সাত্তার মেম্বারের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ সুমন মিয়া (৩৬), একই এলাকার হুড়ারপাড় গ্রামের জাহের মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ এমরান হোসেন (৩০), একই গ্রামের আঃ খালেকে ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মানিক মিয়া (২৫), একই এলাকার ধলগ্রামের মকবুল সরকারের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বাসার মিয়া (২৫), একই এলাকার চরেরপাথর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শাকিব, দক্ষিণ তেথাভূমি গ্রামের আলফু মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী খাইরুল ইসলাম বাবু (৩৫), উত্তর তেতভূমি গ্রামের মৃত আছমত আলীর ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী হোসেন আলী (৪৫) কে গ্রেফতার করে।

এছাড়াও পুলিশ একইদিনে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার অভিযোগে ঐ ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের বাদশা মিয়া মেম্বারের ছেলে মোরশেদ আলম (৪৭) কে গ্রেফতার করে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করে। অপরদিকে একইদিনে ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ান-ই কোম্পানী সালদানদী বিওপির বিজিবি সুবেদার মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর (শিবপুর) এলাকা থেকে ইয়াবা ব্যবসার অভিযোগে উপজেলার চান্দলা মধ্যপাড়া গ্রামের মুন্সি আঃ সালামের ছেলে মুন্সি মোঃ আক্তার হোসেন মুন্সি (৩৮) ও একই এলাকার (রামচন্দ্রপুর) গ্রামের মৃত আলী আজমের ছেলে মোঃ ইউসুফ মিয়া (৩৯) কে গ্রেফতার করে। এসময় বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ হজার পিচ ইয়াব ট্যাবলেট উদ্ধার করে। পরে বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন