ব্রাহ্মণপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

গতকাল ২১ শে ফেব্রুয়ারি বুধবার দিবসটি উপলক্ষ্যে রাত ১২ টা এক মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়, সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল ও কলেজসহ সকল ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টা ৩০ মিনিটে উপজেলা শহীদ মিনার থেকে একটি প্রভাত ফেরি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার এসে সকাল ৯ টায় ভাষা শহীদের স্মরণে, ধীরেন্দ্রনাথ দত্ত ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এর অবদান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, ১০ টায় শিশু কিশোরদের অংশ গ্রহণে একটি চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, বাদ যোহর ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশ গ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি এসব কর্মসূচি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক।

দিন ব্যাপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির, ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইদ্রিস মিয়া মাষ্টার, সহকারী কমিশনার ভূমি সম্রাট খীসা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী ও সামাজের সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

২১ শের প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, মোশাররফ কলেজ, ভগবান স্কুল, দূর্ণীতি প্রতিরোধ কমিটি, সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ওশান স্কুল, দুলালপুর ইউনিয়ন পরিষধ, নাগাইশ বঙ্গবন্ধু কলেজ, উপজেলা পল্লী বিদ্যুৎ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ্য থেকে পুস্পস্তব অর্পন করা হয়।

আরো পড়ুন