ব্রাহ্মণপাড়ায় শিশুসহ ১১ রোহিঙ্গা নাগরিক আটক

মো.জাকির হোসেনঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা ১১ জন রোহিঙ্গাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

থানা সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার শংকুচাইল ক্যাম্পের নায়েক মোঃ মশিউর রহমান ও সঙ্গীয় ফোর্স গত বুধবার দুপুর সাড়ে ১২ টায় শশীদল ইউনিয়নের সীমান্ত বর্তী দক্ষিন তেতাভূমি এলাকার মেইন পিলার ২০৬১/২ঝ হইতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা থেকে আসা শিশুসহ ১১ জনকে আটক করে ব্রাহ্মণপাড়া থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গার নাগরিক বলে স্বীকার করে। আটককৃতরা হল মোঃ শাহ (২২), মোসাঃ নুরনাহার (২৪), নুরজাহান (২১), ফাতেমা (৪), নুর বেগম, নুর কাজল (২৩), ওসমান গনি (৪), নসিমা আক্তার (২), মোঃ জালাল সাদি (২০), মোসাঃ রেহেনা (২৫), লায়লা বেগম (৪০)। থানার ওসি এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করে বলেন আটকৃতদের জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

আরো পড়ুন