ব্রাহ্মণপাড়ায় স্কুল ছাত্রীকে নির্যাতন, থানায় অভিযোগ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ বাড়ী থেকে স্কুলে যাবার পথে এক বখাটে যুবকের হামলায় আহত হয়ে দশম শ্রেণির এক ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর গ্রামে। থানার অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রামনগর (পশ্চিমপাড়া) কৃষক রফিকুল ইসলামের মেয়ে এমএ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবিনা ইয়াছমিন (১৬) প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার সকাল সারে ৬টায় কোচিং ক্লাশ করার জন্য স্কুলে যাচ্ছিল। পথে অলুয়া কবরস্থান সংলগ্ন কালভাটের নিকট পৌছলে একই গ্রামের মোঃ ইয়াছিন মিয়ার ছেলে এনায়েত হোসেন (২৫) ও মৃত মুক্তল হোসেনের ছেলে মোঃ মাসুম (২৪) তার গতিরোধ করে। এনায়েতের বিরুদ্ধে স্কুলের শিক্ষকের নিকট বিচার দিয়েছে বলে মিথ্যা অভিযোগ এনে সাবিনাকে এনায়েত চর-থাপ্পর ও পেটে লাথি মেরে গর্তে ফেলে মারাত্মকভাবে আহত করে।

এসময় সাবিনার সাথে থাকা তার চাচাত বোন একই ক্লাসের নাসরিন তাকে মারধর থেকে বাচাতে এগিয়ে এলে এনায়েত ও তার সহযোগী তাদের উভয়কে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। পরে তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পেটে ও গালে আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত সাবিনাকে তার পরিবারের লোকজন ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আহত স্কুল ছাত্রীর মা নাজমা বেগম বাদী হয়ে এনায়েত ও তার সহযোগী মাসুমকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। থানার এসআই হুমায়ন কবির এ প্রতিনিধিকে বলেন, অভিযোগ পাবার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন