ব্রাহ্মণপাড়া উপ-নির্বাচন “লড়াই হচ্ছে নৌকা ও আনারস প্রতিকে”

কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায় উপজেলা পরিষদ উপনির্বাচনে ৫ জন প্রার্থী নির্বাচন করার ঘোষণা দিলেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিক ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের মধ্যে। নৌকা প্রতিকে নির্বাচন করেছেন উপজেলা আওয়ামিলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী। আনারস প্রতিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আবু সায়েব বাপ্পি টেলিফোন, জাতীয় পার্টি মোঃ শাহআলম নাঙ্গল ও ওয়ার্কার্স পার্টি মোঃ রুহুল আমিন হাতি মার্কা প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্ধিতা করছেন।

নৌকা প্রতিক নিয়ে বিভিন্ন হাটবাজার ও বাড়ী বাড়ী গিয়ে নেতাকর্মীদের নিয়ে নৌকা প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামিলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। অপরদিকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের মৃত্যুবরণ করলে নড়ে চড়ে বসেন তার পরিবারের সদস্যরা। তাহেরের স্মৃতিকে ধরে রাখার জন্য তার ছোট ভাই আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ব্যাবসায়ী আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের আনারস প্রতিক নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট চাইছেন।

ব্রাহ্মনপাড়া উপজেলার ৮ টি ইউনিয়নের ভোট কেন্দ্র সংখ্যা ৬৫, ভোট কক্ষ ৪৪৭, ভোটার সংখ্যা পুরুষ ৮১ হাজার ৬’শ ৮৩ জন, মহিলা ৭৮ হাজার ৫’শ ৫৭সহ মোট ১ লাখ ৬০ হাজার ২’শ ৪০ জন। ব্রাহ্মনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাজমুল হক বলেন, ব্রাহ্মনপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে র‌্যাব,পুলিশ,আনসার,ডিবি পুলিশসহ প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন