ব্রাহ্মনপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ আশিকুর রহমানঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদের ভিতর থেকে একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের ভিতরে এসে র‌্যালীটি সমাপ্ত হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ন করেন।

প্রথমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ, আওয়ামীযুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, শ্রমীকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, থানা ছাত্রলীগ, বঙ্গবন্ধু সরকারী কলেজ, ব্রাহ্মনপাড়া মোসাররফ হোসেন খান চৌধুরী বিশ^ বিদ্যালয় কলেজ, ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়, দীর্ঘভুমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুস্পস্তবক অপর্ন করেন। পুস্পস্তবক অপর্ন করার পরপর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, সভাপতিত্ব করেন ব্রাহ্মনপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সম্্রাট খীসা, উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আর এম ও ডাঃ কামরুল হাসান, ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, সাহেবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, থানা আওয়ামীলীগের সদস্য সচিব মনিরুল হক, অধ্যক্ষ নজরুল ইসলাম, জমির হোসেন ঠিকাদার, থানা মহিলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট জাহান আরা বেগম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মদ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আবদুল সাত্তার মোল্লা, থানা যুবলীগের আহবায়ক সুলতান আহাম্মদ,থানা শ্রমীকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, সাধারন সম্পাদক গাজী আবদুল হান্নান, থানা কৃষকলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সুজন, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, ইস্রাফিল ভুইয়া, মশিউল আলম সোহাগ,তফাজ্জল হোসেন লিকসন,উজ্জল চন্দ্র শীল, মোঃ সুমন, আলী আহাম্মদ মেম্বার,থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও চান্দলা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, থানা স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি মোঃ কামাল হোসেন, মোঃ জসিম উদ্দিন, নজরুল পুলিশ, কাজল সরকার, থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ আলী হোসেন, থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুমিনুল ইসলাম,থানা ছাত্রলীগের সদস্য সচিব ইমদাদুল হক বাপ্পি, থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাইউম খান চৌধুরী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে চিত্রাস্কন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের উপর বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এবং উপজেলা যুব উন্নয়ন অফিস কতৃর্ক প্রশিক্ষন প্রাপ্তদের মধ্যে চেক বিতরন করা হয়। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তাহার পরিবারের সকলের জন্য মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেন। মিলাদ মাহফিল শেষে কাঙ্গালী ভোজ প্রদান করা হয়।

আরো পড়ুন