ব্রাহ্মনপাড়ায় পাইপগান ও গুলি সহ আন্তঃ জেলার ১ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের কুখ্যাত ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বিল্লালকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় অস্রসহ গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মোঃ নুর ইসলাম প্রকাশ নুরু মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত মোঃ বিল্লাল (২৮) বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ছাতিয়ানী ভ’ইয়া বাড়ী জামে মসজিদের দক্ষিণপাশে ইটের সলিংয়ের রাস্তার উপর তার সহযোগীদের নিয়ে ডাকাতি করার প্রস্তুতি নেবার সময় ওই এলাকায় টহলরত থানার এসআই বাবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স এলাকাবাসীর সহায়তায় বিল্লালকে আটক করে। এসময় তার সহযোগী ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। বিল্লালের কাছ থেকে পুলিশ একটি পাইপগান, কার্তুজ, রামদা, চাপাতি, ছোড়া, রডসহ দেশীয় অস্র উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে।

থানার ওসি এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করে বলেন, বিল্লাল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া, হোমনা, চান্দিনা থানায় ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। এছারা এসআই বাবুল বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অ¯্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছে। শুক্রবার তাকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন