মনোহরগঞ্জে মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের চনুয়া গ্রামে অবস্থিত মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝলম উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল বাশার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬০নং ওয়ার্ড কমিশনার মোঃ আনোয়ার হোসেন মজুমদার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝলম উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক অহিদুজ্জামান অপু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহেদুল ইসলাম, মোঃ আজিম উদ্দিন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, বেরনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী আনোয়ার হোসেন বাবুল, আব্দুল মতিন পাটোয়ারী, মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক আজিজুর রহমান সোহেল, তাসরিফুল ইসলাম হিলালী, গোলাম কিবরিয়াসহ আরো অনেকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ফরিদুল ইসলাম, প্রতিষ্ঠানের শিক্ষক বাহার ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, ছাত্রলীগ নেতা আবুল কালাম মজুমদারসহ আরো অনেকে। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরো পড়ুন