মন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় মেয়র আতিকুলকে নিজ গ্রামে সংবর্ধনা

মোঃ জুয়েল রানাঃ কুুুুমিল্লা তিতাস উপজেলার কৃতিসন্তান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় পর নিজ এলাকায় এসে গণ সংবর্ধনা পেলেন মোঃ আতিকুল ইসলাম।

শুক্রবার নিজ গ্রাম উপজেলার লালপুরে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, উপজেলার সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ পারভেজ হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলা সমবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহআলম শান্তি, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিবউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাজেদুল ইসলাম, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসালম, মজিদপুর ইউপি চেয়ারম্যান ফারুক, বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূর নবী ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরহাদ আহমেদ ফকির প্রমূখ।

এছাড়াও সংবর্ধনা ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দেসহ সন্মানিত ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি বিএনপির অংশগ্রহণবিহীন নিরুত্তাপ ডিএনসিসি মেয়র নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককেও সরকার মন্ত্রীর পদমর্যাদা দিয়েছিল।

আরো পড়ুন