কুসিক কাউন্সিলর ফজল খানের চ্যালেঞ্জ ‘মশা’

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সিটি করপোরেশনের সবচেয়ে ভিআইপি ওয়ার্ড হিসেবে পরিচিত ২৪ নং ওয়ার্ড। কোটবাড়িতে অবস্থিত পর্যটন এলাকা, প্রত্নতত্ত্ব, বার্ড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সেনানিবাস, বিজিবি সেক্টর হেডকোয়ার্টার, ক্যাডেট কলেজ সহ অারও অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্বনামধন্য। কিন্তু বন-বনানী এলাকা হওয়ায় মশার উৎপাতে অতিষ্ঠ ২৪নং ওয়ার্ডের মানুষ। তাই মশা নিধনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজল খান।

বাগমারা দক্ষিন, ক্যাডেট কলেজ ও টিটিসি এলাকায় মঙ্গলবার মশা নিধন শুরু করেন কাউন্সিলর। নিজেই উপস্থিত থেকে ফগার মেশিনে স্প্রে করার কাজ তদারকি করেন ফজল খান।

ফজর খান বলেন, মশা নিধনই নয়, সৌন্দর্যময় করতে এবং তা ধরে রাখতে নানামুখী পদক্ষেপ নেয়া হবে।

আরো পড়ুন