মাদকের সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেয়া হবে না-জেলা প্রশাসক

মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলার কর্মকর্তা/কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজসহ সর্বস্তরের সাধারণ মানুষের সাথে বৃহস্পতিবার বিকেলে সদর দঃ উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।

তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে জন্ম গ্রহন করেছি বলেই আজ আমি জেলা প্রশাসক হতে পেরেছি। আপনারাও ভালো পদে কর্মরত রয়েছেন। তাই সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মাদক সেবনকারী ও চোরাকারবারীদের নির্মূলের লক্ষ্যে বর্তমান সরকার আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকের সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। তাদের নির্মূল না করা পর্যন্ত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বি.কম।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইয়াসির আরাফাত,সদর দঃ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান,সদর দঃ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা জাহান উপমা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম,সদর দক্ষিণ প্রেস ইউনিটির সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার,সাংগঠনিক সম্পাদক শাহ ফয়সাল কারীম,দপ্তর সম্পাদক মামুন মজুমদার প্রমুখ।

আরো পড়ুন