মুজিব বর্ষ-২০২০ উপলক্ষ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

মাহদী হাসানঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্ষ-২০২০ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল রবিবার নগরীর কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আ.ক.ম আব্দুল আজিজ সিহানুক।

ভিক্টোরিয়া কলেজ ক্রীড়া শিক্ষক আব্দুল হকের সমন্বয়ে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নাঈমুল হক হিমেল, নুর মোহাম্মদ সোহেল ও ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী সায়েম।

বিভিন্ন বিভাগ ভিত্তিক ১৬টি টিম নিয়ে গঠিত উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয় প্রাণিবিদ্যা বিভাগ বনাম হিসাববিজ্ঞান বিভাগ। টসে জিতে প্রাণিবিদ্যা বিভাগ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯৬ রান করতে সক্ষম হয়। জবাবে হিসাব বিজ্ঞান বিভাগ মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য মাত্রায় পৌছে ৭ উইকেটের বিশাল জয় লাভ করে।

মহানগর ছাত্রলীগ আহ্বায়ক আ.ক.ম আব্দুল আজিজ সিহানুকের সার্বিক তত্বাবধানে টুর্ণামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন, জামাল হোসাইন ভূঁইয়া , মোঃ তাওহীদ আজিজ, রফিকুল ইসলাম ভূঁইয়া ও মাসুদ খাঁন।

আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলমান প্রথম রাউন্ডে যেসকল টিম অংশগ্রহন করবে তারা হলোঃ প্রাণীবিদ্যা বিভাগ, হিসাববিজ্ঞান বিভাগ,রসায়ন বিভাগ,ইংরেজী বিভাগ,দর্শন বিভাগ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,ইতিহাস বিভাগ,গণিত বিভাগ,ব্যবস্থাপনা বিভাগ-১,ব্যবস্থাপনা বিভাগ-২,ফিন্যান্স বিভাগ,বাংলা বিভাগ, সমাজ বিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ ও ডিগ্রী ক্রিকেট টিম।

আরো পড়ুন