মুরাদনগরে অগ্নিকান্ডে ছয় ঘড় ভষ্মিভূত ২০ লক্ষ টাকার ক্ষতি

মুরাদনগর সংবাদদাতাঃ কুমিল্লা মুরাদনগর উপজেলায় অগ্নিকান্ডে পাঁচ পরিবারের ছয় ঘর ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবাররা জানান। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবাররা হলেন হোসেন মিয়া, ইসমাইল হোসেন, মান্নান মিয়া, আবুল হাষেম, রমিজ মিয়া। সকলেই মৃত্যু আব্দুস ছোবান মিয়ার ছেলে।

জানা যায়, মান্নান মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঐ সময় বাড়িতে কোন লোক না থাকায় মূহুর্তের মধ্যে পাশে থাকা অন্য ঘর গুলোর মধ্যে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা দ্রুত মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে স্থানীয় এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারসহ স্থানীয় লোকজন নগদ অর্থ ও বিভিন্ন খাদ্য সমগ্রি প্রদান করে সহযোগিতা করেন।

আরো পড়ুন