মুরাদনগরে এমপির মধ্যস্থতায় ইউএনও ও জনপ্রতিনিধি দ্বন্দ্বের অবসান

মুরাদনগর প্রতিনিধিঃ নিজ নির্বাচনী এলাকার উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরের বুল বুঝাবুঝির বিষয়টি নিজে উদ্দ্যোগ নিয়ে মিমাংশা করে দিয়ে রেহাই দিলো ইউএনওকে। এ মহান উদ্দ্যোগে দলমত নির্বিশেষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুনকে ধন্যবাদ জানিয়েছেন মুরাদনগর উপজেলার বিভিন্ন স্তরের মানুষ।

গত ৯ অক্টোবর মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেলুল কাদেরের বিরুদ্ধে এলজিএসপিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ১০% কমিশন আদায়, বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও মেম্বারসহ প্রকল্প প্রধানদের নিকট থেকে কমিশন না পেয়ে হয়রানি এবং নানা-অনিয়ম র্দুর্নীতির অভিযোগ তুলে ওই দিন বিকেলে ভুক্তভোগীদের পক্ষে ওই উপজেলার ৫ ইউপির চেয়ারম্যান ও দুই ইউপির সদস্যরা সংবাদ সম্মেলন করে তারা অবিলম্বে ইউএনও’র প্রত্যাহারসহ তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের সকল সভা বর্জন করে আসছিলো। এ নিয়ে উপজেলা চেয়ারম্যানসহ সকল ইউপি চেয়ারম্যানদের মধ্যে ইউএনওর বিরোধ সৃষ্টি আরো প্রকট আকার ধারন হলে ওই এলাকার এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন নিজ উদ্দ্যোগে ঘটনাটি মিমাংশা করে বুধবার সকালে মুরাদনগর উপজেলার কাজি নজরুল ইসলাম মিলনায়তনে সকল জনপ্রতিনিধিদেরকে উপজেলা প্রশাসনের মাসিক সাধারন সভায় যোগদান করান। এমপির এ উদ্দ্যোগ ও সিদ্ধান্তকে দু’পক্ষই আন্তরিকভাবে খুশি হয়েছেন।

আরো পড়ুন