মুরাদনগরে কৃষকলীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মো. নাজিম উদ্দিনঃ কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বাংলাদেশ কৃষকলীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বাঙ্গরা বাজার সংলগ্ন হলি ক্রিসেন্ট একাডেমির স্কুল মাঠে এই পরিচিতি সভার আয়োজন করে বাঙ্গরা বাজার থানা কৃষকলীগ।
নব-গঠিত কমিটির আহ্বায়ক আবু মুছা আল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

যুগ্ম-আহবায়ক ইকবাল হোসাইন ও আবু বকর সবুজের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দীয় সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা ওমর ফারুক, কৃষকলীগের কেন্দীয় যুগ্ম-সাধারন সম্পাদক সমীর চন্দ্র চন্দ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সভাপতি কাজী খালিকুজ্জামান, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত।

এ সময় বক্তব্য রাখেন বাঙ্গরা পূর্ব ইউপি আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান হাকিম সওদাগর, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, শরীফুল ইসলাম, নজরুল ইসলাম, কাইয়ুম ভূইয়, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইউম খান, ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম, তৌফিক সিদ্দিকী, মাসুম বিল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, বন কুমার শীব, রুহুল আমীন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সহ-সভাপতি প্রদ্যূৎ কুমার সাহা, এবিএম সলিমউল্লাহ, সাংগঠনিক সম্পাদক খোকা চৌধুরী। বাঙ্গরা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ নজরুল, সদস্য মিয়া মাসুম, লিটন, বাঙ্গরা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল কাইয়ুম সরকার, শাহানুর আলম, বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মনির হোসেনখান, উপজেলা যুবলীগ সদস্য আরিফুল ইসলাম শাহেদসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবীলীগ ও তরুণলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা শেষে আমন্ত্রিত অতিথি ও দলীয় নেতা কর্মী এবং উপস্থিত সকলেই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আগত ক্লোজ-আপ ওয়ানের শিল্পীদের পরিবেশিত বিভিন্ন গান উপভোগ করেন।

আরো পড়ুন