মুরাদনগরে প্রাথমিক শিক্ষক সমিতির ইউনিয়ন কমিটি গঠন

মুরাদনগর সংবাদদাতাঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে কমিটি গঠন ও নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
রবিবার দুপুরে উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু কাউছার ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, কাজী আকলিমা খানম, ফেরদৌস মিয়া।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত শ্রীকাইল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জোবাইর হোসেন, আন্দিকুট ইউনিয়ন কমিটির সভাপতি সাহেলা আক্তার, সাধারণ সম্পাদক এমরান হোসেন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মীর রাশেদ মোশারফ, মুরাদনগর ইউনিয়ন কমিটির সভাপতি আকতারুজ্জামান, নবীপুর(পূর্ব) ইউনিয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক ময়নল হোসেন, ধামঘর ইউনিয়ন কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, পাহাড়পুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিকদার, বাবুটিপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি আ.ব.ম. ছিদ্দিকুর রহমান ।

সভায় বক্তারা বলেন, মুরাদনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগন পূর্বের সকল ভেদাভেদ ভূলে গিয়ে প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এক পতাকাতলে অবস্থান নিয়েছে। ভবিষ্যতে গাজীউল হক চৌধুরীর হাত ধরেই প্রতিটি ইউনিয়ন এবং মুরাদনগর উপজেলা তথা সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও শিক্ষক সমিতির উন্নয়নে কাজ করার ঘোষনা প্রদান করেন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন , প্রাথমিক শিক্ষক সমিতির মুরাদনগর উপজেলার যুগ্ম-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, এছাড়াও সকল ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন প্রমুখ ।

আরো পড়ুন