মুরাদনগরে বাল্যবিবাহ নিরোধ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মুরাদনগর সংবাদদাতাঃ বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করেছে কুমিল্লা মুরাদনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালায়।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম তালুকদার, সমবায় কর্মকর্তা মো: কবির আহামেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কোম্পানীগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মহিউদ্দিন মোশাহেদুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.এন.এম. মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রার্প্ত) মমতাজ বেগমসহ বিভিন্ন ইউনিয়নের নারী সদস্য ও মায়েরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন