ময়নামতি কালি মন্দির পরিদর্শনে ট্রাষ্টি শ্যামল ভট্টাচার্য্য

মো.জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি রাণীর প্রাসাদ সংলগ্ন কালী মন্দির পরিদর্শন করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য। গতকাল শনিবার দুপুরে তিনি এই মন্দিরে আসেন। এসময় মন্দিরের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য শনিবার দুপুরে বুড়িচং উপজেলার ময়নামতির প্রাচীন কালী মন্দিও পরিদর্শন করেছেন। মন্দির প্রাঙ্গণে দুপুর ১২ টায় এসে পৌছলে মন্দিরের সাধারণ সম্পাদক এড বাবু কিংকর দেবনাথ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্দির সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এসময় অন্যান্যেও মাঝে উপস্থিত ছিলেন,মন্দিরের যুগ্ম সম্পাদক মধূসুদন বিশ্বাস,রতন দেবনাথ,সাংগঠনিক সম্পাদক ডাঃ নিহার দেব,কোষাধ্যক্ষ আশীষ সাহা,কৃষ্ণ দেবনাথ,প্রদীপ দেবনাথ,মিঠু দেবনাথ,ডাঃ অমল রঞ্জন,বাবুল সাহা,উত্তম,বাদল দে প্রমূখ। এর আগে ট্রাষ্টি শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য একই উপজেলার ময়নামতির কালাকচূয়ায় মহাশ্মশান পরিদর্শন করেন।

আরো পড়ুন