লাকসামে অ’গ্নিকাণ্ডে ২০টি দোকান ভ’স্মীভূত

কুমিল্লার লাকসামে অগ্নিকাণ্ডে একটি মার্কেটের প্রায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাতে উপজেলার আতাকরা বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও দোকানগুলো পুড়ে প্রায় ৮০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

স্থানীয় সূত্রে জানায়, রোববার গভীর রাতে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের আতাকরা বাজারের মরহুম রব সাহেব সুপার মার্কেটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় মুহূর্তের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে ওই মার্কেটের আবুল কালাম চা দোকান, জসিম ভ্যারাইটিজ স্টোর, হাফেজ রবিউল টেইলার্স, শাহআলম ফার্নিচার, মহিউদ্দিন ওয়ার্কশপ, দেলোয়ার হোসেন হার্ডওয়্যার, শাহীন ভ্যারাইটিজ স্টোর, মোহাম্মদ আলী ডেকোরেশন, ডা: ফয়েজ হোমিও হল পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়াও অগ্নিকান্ডে ওই মার্কেটের পার্শ্ববর্তী আমান সুপার শপ, লিটন টেইলার্স, মাষ্টার লাইব্রেরি, নাসির টেইলার্স, মা-মণি ফার্মেসি, সুমন হার্ডওয়্যার, আলাউদ্দিন কম্পিউটার সার্ভিস, মাঈন উদ্দিনের কাপড় দোকান, রিপন মাইক সার্ভিস ও বন্ধিশাহ ডেকোরেটারেরও ক্ষতি সাধিত হয়।

লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো পড়ুন