লাকসামে জেলা প্রশাসক গোল্ড কাপের উদ্ভোধন

ডেস্ক রিপোর্টঃ লাকসামে কুমিল্লা জেলা প্রশাসক গোর্ল্ডকাপ টূর্নামেন্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্ভোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেন, মেধা-মননের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। গতকাল শনিবার বিকেলে লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন। ।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে জেলা প্রশাসক গোল্ড কাপের উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশানের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব মোঃ হেলাল উদ্দিন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি আরফানুল হক রিফাত, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সারওয়ার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার এ কে এম সাইফুল আলম, লাকসাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তাবারক উলাহ কায়েস।

জেলা প্রশাসক গোল্ড কাপের উদ্ভোধনী অনুষ্ঠান উপলক্ষে লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে সাজানো হয়েছে নতুন রূপে। স্টেডিয়ামের আশে পাশে এক কিলোমিটার জুড়ে রং বেরং এর পতাকা, ফেস্টুন আর ব্যনার দিয়ে সাজানো হয়েছে। দাউদকান্দি থেকে কুমিল্লা-নোয়াখালী আ লিক মহাসড়কের লাকসাম পর্যন্ত সড়কের দুপাশে বেলুন আর ফেস্টুনে ভরে দেয়া হয়েছে।

লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়াম আ লিক ভ্যানু হিসাবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় স্বাগতিক লাকসাম উপজেলা দল ৩-২ গোলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা দলকে পরাজিত করে।

একইদিন সকালে স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাকসামে ডাকাতিয়া নদী পরিদর্শন করে নদী পুনঃখনন ও নৌচলাচল ব্যবস্থা নিশ্চিত করা হবে জানান।

আরো পড়ুন