লাকসামে জেল হত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় কুমিল্লার লাকসামে জাতীয় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভার আয়োজন করে লাকসাম উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এর আগে লাকসাম রেলওয়ে জংশনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজ্বী এসহাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কা নের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী, আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, খলিলুর রহমান, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, উপজেলা যুবলীগের সদস্য মোশারফ হোসেন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন