লাকসামে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিল ছাত্রলীগ

চলমান করোনাভাইরাসের কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়ায় লাকসামে সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে বাড়ি দিয়ে আসলেন লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মানিক। (বুধবার ২২এপ্রিল) দিনব্যাপী পৌর শহরের পূর্ব লাকসামে ১৭জন ছাত্রলীগ কর্মী জনৈক কৃষকদের ধান কেটে দেন তারা। এসময় তাকে ওয়ার্ড কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু সহ অন্যান্য নেতাকর্মীরা কৃষকের ধান কাটায় সহযোগিতা করেন।

ওই কৃষক বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছিলেন। এ সময় সাহায্য করতে আসে নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ ছাত্রলীগের একদল নেতা-কর্মী। ধান কাটা থেকে শুরু করে ঘরে আনা পর্যন্ত সব করে দিয়েছে তারা।

কলেজ ছাত্রলীগ নেতা সালেহ আহমেদ মানিক বলেন, চলমান করোনা পরিস্থিতিতে শ্রমিক সঙ্কটে পড়েছেন কৃষকরা। মানবিক দিক বিবেচনায় সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দিয়েছি। কোন কৃষক যদি শ্রমীকের অভাবে ধান কাট না পারেন আমরা ছাত্রলীগ ওই সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দিয়ে আসবো।

আরো পড়ুন