লাকসামে বিষ প্রয়োগে ৬ লাখ টাকার মাছ নিধন

কুমিল্লার লাকসামে বিষ প্রয়োগে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের এলাইচ গ্রামে।

পুকুরের মালিক মিজানুর রহমান জানান, এলাইচ উত্তরপাড়া মিয়াজী বাড়ির ১৮০ শতকের পুকুরটি গত ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করছেন তিনি। বিগত ২০ বছর ধরে মাছ চাষ করে আসছেন তিনি। শুক্রবার রাত সাড়ে দশটায় স্থানীয় লোকজনের মাধ্যমে মোবাইল ফোনে খবর পেয়ে তিনি ছুটে যান। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে আরো জানান, দু’টি মোটর সাইকেলযোগে অজ্ঞাত ব্যক্তিরা দূর থেকে বিষ নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বিষক্রিয়ায় পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করে। শনিবার সকালে স্থানীয়দের সহায়তায় মৃত মাছগুলো উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ ও লাকসাম থানা পুলিশকে অবগত করেন। এ ঘটনায় জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

লাকসাম থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো পড়ুন