শাহজালালে কুমিল্লার যাত্রীর ব্যাগ থেকে বিপুল বৈদেশিক মুদ্রা জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ শুল্ক গোয়েন্দা গতরাতে শাহজালালে এক যাত্রীর ব্যাগের ভেতর রাখা পত্রিকার ভাঁজে ভাঁজে বিশেষভাবে লুকায়িত অবস্থায় বৈদেশিক মুদ্রা আটক করেছে। পাসপোর্ট অনুযায়ী যাত্রীর নাম মোহাম্মদ ইসমাইল হোসেন,পাসপোর্ট নং BP 0237278, বাড়ী-খাটোরা,ওয়ার্ড নং-০৯,গুনবাটি, চৌদ্দগ্রাম, কুমিল্লা। তিনি ঢাকা- মালয়েশিয়া বিমানে MH 113 ফ্লাইটে যাচ্ছিলেন। শুল্ক গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত যাত্রীকে নজরদারিতে রাখে। তিনি বোর্ডিংকার্ডসহকারে ইমিগ্রেশন পার হয়ে প্লেনে উঠার প্রস্তুতি নিচ্ছিলো। রাত ৯:৩০ ঘটিকায় ১৬ নং বোর্ডিং ব্রিজে এয়ারলাইন্সের চেকইন কাউন্টারে তাকে চ্যালেন্জ করা হয়। পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি ২০১৭ ইং থেকে এ পর্যন্ত ১৮ বার বিদেশ গমন করেছেন। এরপর যাত্রীকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে এসে তল্লাশি করে ৬০,০০০ মূল্যমানের সৌদি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১২,৭২,০০০ টাকা। এসব মুদ্রা তার ব্যাগের মধ্যে লুঙ্গির ভিতরে থাকা পত্রিকার ভাঁজে ভাঁজে লুকায়িত ছিল।এই মুদ্রা তিনি চোরাচালান করার চেষ্টা করছিলেন। ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে। ধারণা করা হচ্ছে আটক যাত্রী চোরাচালানী পণ্য কিনতে এই মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। এই ব্যাপারে আটককৃত মোহাম্মদ ইসমাইল হোসেনকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে।তাকে আজ বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। একইসাথে অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরো পড়ুন