শিক্ষার্থীদের দেশপ্রেমিক সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -এড.টুটুল

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভাকেট মো: আমিনুল ইসলাম টুটুল বলেছেন, আজকের শিক্ষার্থীরাই গড়বে বঙ্গবন্ধুর স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত বাংলাদেশ গড়তে আজকের প্রজন্মের সন্তানদের দেশপ্রেমিক ও সৎ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আজকের সমাজের দিকে তাকালে দেখা যায় মেধাবীরা ডাক্তার ,ইঞ্জিনিয়ার হচ্ছে । রাষ্ট্রের বিরাট অর্থ তাদের পেছেনে ব্যায় হচ্ছে। কিন্তু তাদের মধ্যে দেশপ্রেম কতটুকু আছে তা সাধারন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ । দেশপ্রেমের বীজ বপন হয় স্কাউট এর মাধ্যেমে। তাই স্কাউট এর শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেক বিদ্যালয়ে স্কাউট এর কার্যক্রম গতিশীল করতে হবে।

শুক্রবার সকালে নগরীর ইউসুফ হাই স্কুল মিলনায়তনে বাংলাদেশ স্কাউট কুমিল্লা আদর্শ সদর উপজেলা আয়োজিত ৩৯৫ তম স্বাউট ওরিয়েনটেশন কোর্স – ২০১৮ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা স্কাউট এর কমিশনার ও হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্য মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট কুমিল্লা আঞ্চলের এল টি সম্পাদক মো.আবদুল আওয়াল ভূইয়া, কুমিল্লা জেলা কমিশনার এ কে এম মনিরুজ্জ্বাামান, বাংলাদেশ স্কাউট কুমিল্লা জেলা শাখার এ এল টি সম্পাদক এ কে এম জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.আবদুর রউফ চৌধুরী, হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা স্কাউট লিডার মনিরুজ্জামান সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা স্কাউট এর সাধারন সম্পাদক ও আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান। অনুষ্ঠানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১৫ টি মাদ্রাসা ও ২৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

আরো পড়ুন