শেখ হাসিনা এরশাদের চেয়েও বেশি স্বৈরাচার : এলডিপি মহাসচিব

ডেস্ক রিপোর্টঃ সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের চেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বেশি স্বৈরাচারী’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চান্দিনার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে রেদোয়ান এ কথা বলেন। সেখানে তিনি দলের দোল্লাই নবাবপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মলনে বক্তব্য রাখছিলেন।

ব্যাংক লুটপাটের ঘটনা উল্লেখ করে এলডিপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা এরশাদের চেয়েও বেশি স্বৈরাচার। তাঁর আমলে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ দুই বছরে আওয়ামী লীগের লোকজনরা ব্যাংক থেকে ৬২ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছেন। তাঁরা নামে-বেনামে এবং খাস জমি নিজ নামে দলিল করে ব্যাংক ঋণ নিয়ে ঋণখেলাপি হয়ে উধাও হয়ে গেছেন।’

পত্রিকার উদ্ধৃতি দিয়ে রেদোয়ান আহমেদ আরো দাবি করেন, ‘এ সরকারের আমলে ছয় লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং নতুন নতুন ব্যাংকের মালিকরা ৩৫ হাজার কোটি টাকা লুণ্ঠন করেছেন।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আতিকুর রহমান, অধ্যক্ষ মনিরুজ্জামান, এ কে এম শামসুল হক মাস্টার প্রমুখ।

সূত্রঃ এনটিভি

আরো পড়ুন