সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও চোরাচালান বন্ধ করা সম্ভব

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাটি একটি সীমান্তবর্তী উপজেলা। এ উপজেলায় দুটি বিজিবি’র ক্যাম্প রয়েছে। মানব পাচার, মাদক ও চোরাচালন প্রতিরোধে আমাদের বিজিবি’র সদস্য যথেষ্ট নয়। আর সেজন্যে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র পাশাপাশি প্রয়োজন স্থানীয়দের প্রচেষ্টা। মাদকের কুফল সম্পর্কে আপনার সন্তানকে সচেতন করলে এমনিতেই মাদক নামের সর্বনাশ থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। আসুন জঙ্গীবাদ, সন্ত্রাস, মানবপাচার, মাদক এবং চোরাচালান রোধে আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং গড়ে তুলি স্বপ্নের সোনার বাংলা। গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৬০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের সার্বিক তত্বাবধানে উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টি, মানব পাচার, মাদক এবং চোরাচালান রোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিএসপিপিজি সেক্টর কমান্ডার বিজিবি কুমিল্লার কর্ণেল গাজী মোঃ আহসানুজ্জামান এসব কথা বলেন।

এনসিও মোঃ মেহেদী হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএসসি কর্ণেল মোঃ জাহিদুল হাসান, কোয়াটার মাস্টার মোঃ নুরুল আমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার স¤্রাট খীসা, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবির, শশীদল ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মাস্টার, অধ্যক্ষ পিজিউল আলম। উপস্থিত ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা কৃষকলীগের সভাপতি প্রধান শিক্ষক মজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরো পড়ুন