সঞ্চয়ী ব্যবস্থার মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার সদর দক্ষিণের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নবগঠিত লালমাই উপজেলা কমপ্লেক্স স্থান ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় স্থান পরিদর্শন করেন । গতকাল সদর দক্ষিণের চৌয়ারা ইউনিয়নের একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতাধীন শীষপুর গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক ও প্রকল্প পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম বলেন,পল্লী সঞ্চয় ব্যাংক টিকিয়ে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা দূরীকরণে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে একটি বাড়ী একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক।এ ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে যার কিছুই নেই তাকে এ ব্যাংকের মাধ্যমে ঝণ দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করা। তিনি আরো বলেন, পূর্বের তুলনায় বর্তমানে মানুষ সঞ্চয়ী ব্যবস্থায় আগ্রহ অনেকাংশে বেড়েছে। যার ফলে মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে।সকলের সহযোগিতা থাকলে এ প্রকল্পটি ধারাবাহিকভাবে আরো বহুদূর এগিয়ে যাবে। বৃহস্পতিবার জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম সদর দক্ষিণ উপজেলা পরিষদ আসলে উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।পরে তিনি বামিশা সরকারী প্রাথমিক বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্র,আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শীষপুর উচ্চ বিদ্যালয়,বিজয়পুুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,লালমাই মিনি স্টেডিয়াম স্থান পরিদর্শন,লালমাই উপজেলা কমপ্লেক্স স্থান পরিদর্শন,লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন,বাগমারা ভূমি অফিস,হলুদিয়া মাদরাসা পরিদর্শন,হাজতখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালয়,মাদরাসা পরিদর্শন ও ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মন্ডল,সহকারী কমিশনার (ভূমি) ফারহানা জাহান উপমা,জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন,ওয়াহিদা সাবাব,বাবলু সূত্রধর,রুবাইয়া খানম,অরূপ রতন সিংহ ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম মজুমদার,২নং চৌয়ারা ইউপি চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ,সদর দক্ষিণ থানা প্রকৌশলী উজ্জল চৌধুরী,আওয়ামীলীগ নেতা জামাল পোদ্দার প্রমুখ।

আরো পড়ুন