সদর দক্ষিণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সদর দক্ষিণ আহলে সুন্নাত ওয়াাল জামাত পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষ্যে সদর দক্ষিণ উপজেলা সংলগ্ন আবদুল মালেক সেন্টারে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী (স:) এর আদর্শ জীবন শীর্ষক সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়। সদর দক্ষিণ আহলে সুন্নাত ওয়াাল জামাত পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জেহাদী’র সভাপত্তিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাও. আবদুল্লাহ-আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পীরে কামেল আল্লামা শাহ নুরুল হক (মা: জি: আ:)। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন আল্লামা ড. আ.ফ.ম খালেদ হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ ইলিয়াছ সিদ্দিকী পীর সাহেব বদরপুরী, আল্লামা ড. মহিউদ্দিন ইকরাম, আল্লামা ড. ইরফান বিন তোরাব আলী, মুফতি এনায়েত উল্লাহ কাসেমী, মুফতি উমর ফারুক, হাফেজ মাও. জামিল আহম্মেদ আশরাফী, মুফতি ইয়াকুব আলী, মাও. হোসাইন আহম্মদ, মুফতি সালমান বিন মনিরুজ্জামান, হাফেজ মাও. তালহা বিন ওবায়েদ উল্লাহ প্রমুখ। সিরাত সেমিনারে প্রধান আলোচক আল্লামা আ.ফ.ম খালেদ হোসেন বলেন, রাসূল (সঃ) এর জীবন ব্যবস্থার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য সর্বোত্তম আাদর্শ। পবিত্র রবিউল আউয়াল মাসে সকল মুসলমানদেরকে নবী (স:) এর আদার্শে জীবন গড়ার শপথ গ্রহন করতে হবে।। বিশেষ অতিথি আল্লাম শাহ ইলিয়াছ সিদ্দিকী বলেন, নবী (স:) এর উপর সহিহ দুরুদ পাঠসহ সুন্নত তরিকায় আদর্শ জীবন গড়তে হবে। প্রধান অতিথি আল্লামা শাহ নুরুল হক (মা: জি: আ:) গুরুত্বপূর্ণ নসিহত শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে মুনাজাতের মাধ্যমে সিরাত সেমিনার সমাপ্ত করেন।

আরো পড়ুন