সরকার অসহায় মানুষের কল্যাণে ১৭ রকমের ভাতা চালু করেছেন-এমপি বাহার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গরীব-দুঃখী মানুষের ভাগ্যে পরিবর্তন দেখতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন কৃষকের ছেলে একদিন রাষ্ট্রের প্রথম শ্রেণির কর্মকর্তা হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশের উন্নয়নের পাশাপাশি গরীর-দুঃখী সহ অসহায় মানুষের জন্য বয়স্ব,বিধবা,প্রতিবন্ধী,মাতৃত্বকালীন ও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সহ ১৭ রকমের ভাতা চালু করেছেন। দেশের ৫৭ লাখ লোক আজ বিভিন্ন ভাতা পাচ্ছে। কুমিল্লা সদরে প্রায় ১০ হাজার লোক কোন না কোন ভাতা পাচ্ছেন। কুমিল্লায় বিভিন্ন ভাতা বাবদ মাসে ১ কোটি ১৩ লাখ টাকা দেওয়া হচ্ছে। শেখ হাসিনার সরকার গরীব বান্ধব সরকার বলে দুঃখী,দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন।

বুধবার দুপুরে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আদর্শ সদর উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা পরিশোধ বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।

আরো পড়ুন