সেবার জন্যই প্রশাসন,শাসনের জন্য নয়-জেলা প্রশাসক

মুরাদনগর প্রতিনিধিঃ সেবার জন্যই প্রশাসন,শাসনের জন্য নয়। একজন সেবা গ্রহীতাকে মনে করতে হবে সে আমার ভাই বা বন্ধু। কুমিল্লার মুরাদনগরে সর্বস্তরের জনতার সাথে মতবিনিময় কালে এ কথা বলেন, কুমিল্লার নবাগত জেলা প্রশাসক আবুল ফজল মীর। বৃহস্পতিবার বিকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মুরাদনগরের মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজ, রাজনীতিবীদ, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনতার সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি রায়হান মেহবুব, কামাল উদ্দিন চেয়ারম্যান, কাইয়ুম চেয়ারম্যান, ওসি বাঙ্গরা মনোয়ার হোসেন চৌধুরী, ওসি(তদন্ত) মুরাদনগর ইয়াসীন গাজী প্রমুখ। সভায় জেলা প্রশাসক আবুল ফজল মীর মাদক,ইভটিজিং, বাল্য বিবাহমুক্ত আধুনিক সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি উপজেলার চাপিতলা ইউপি ভবন, পরীক্ষা কেন্দ্র, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়, উপ-স্বাস্থ্য কেন্দ্র, খাপুরায় কমিউনিটি ক্লিনিক, টনকিতে টিআরের রাস্তা, ৪০দিন প্রকল্পের রাস্তা পরিদর্শন করেন। পরে চাপিতলা এলাকায় একটি বাড়ী একটি খামার প্রকল্পের একটি সমিতি পরিদর্শন এবং ক্ষুদ্র ঋন গ্রহিতা নারীদের সাথে মতবিনিময় করেন।

আরো পড়ুন