হিজরী নববর্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‌্যালী ও আলোচনা সভা

আক্কাস আল মাহমুদ হৃদয়ঃ কুমিল্লার বুড়িচং উপজেলায় হিজরী নববর্ষ উদযাপন কমিটি, নব উদয় ফাউন্ডেশন ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার যৌথ উদ্যোগে কালিকাপুর বাজারের প্রধান প্রধান সড়কে এক র‌্যালী প্রদক্ষিণ শেষে ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা মাওলনা মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হিজরী নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। নব উদয় ফাউন্ডেশনের চেয়ারম্যান- আশিকুর রহমান সাকিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়াম্যান মোঃ লিটন রেজা মেম্বার, আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন শাহপুরী, মাওলানা মুমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বুড়িচং উপজেলা সভাপতি- মাওলানা ইয়াকুব আলী চিশতী, মাওলনা মাহবুব রেজা আলকাদরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা শাখার সদস্য মুহাম্মদ মোস্তাক মোল্লা, সাবেক মেম্বার মোঃ ফজলুর রহমান, নব উদয় ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ ইসরাফিল হাসান, মোঃ আজিম হাসান আখন্দ, মোঃ হাবিবুর রহমান, মোঃ ইকরাম হোসেন, মোঃ রহুল আমিন, মোঃ রাজিব হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পক্ষে- মোঃ মেহরাব হোসেন মিলন, মোঃ সুমন, মোঃ আবু কাউছার, মোঃ হাবিবুর রহমান, তামিম হোসেন, মোঃ শাহরিয়ার, মোঃ সজল হাসান আখন্দ, মোঃ আশিক, মোঃ আল আমিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ মিনহাজুল ইসলাম, মোঃ তোফায়েল আহমেদ ও মোঃ রকিবুল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্যে বলেন- মুসলিম উম্মাহর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হিজরী সন। নামাজ, রোজা, হজ্ব, যাকাত, ঈদ ও আশুরা সহ অন্যনান্য দিনক্ষণ নির্ণয় হয় হিজরী মাস অনুযায়ী। সঠিক হিসাব না রেখে আমল করলে সব কষ্ট ভেস্তে যাবে। তাই হিজরী সনের সঠিক হিসাব রেখে পালন করতে হবে ধর্মীয় সকল কর্মকান্ড। অনুষ্ঠানে বক্তারা বলেন- হিজরী নববর্ষের প্রথম দিন সরকারী ছুটি ঘোষণা এবং হিজরী নববর্ষ রাষ্ট্রীয় ভাবে উদ্যাপনের জন্য সরকারের প্রতি দাবি জানান।

আরো পড়ুন