হোমনায় জনগনকে সচেতন করার জন্য বিভিন্ন বাজার পরিদর্শনে ইউএনও

কুমিল্লার হোমনায় করোনা ভাইরাস ভয়াবহতা রোধে সাধারণ জনগনকে সচেতন করার জন্য পৌরসভাসহ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা । সেনাবাহিনীর সহযোগিতায় শুক্রবার উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়। তিনি সাধারণ জনগনের কল্যানের জন্য দিনভর অভিরাম ছুটে চলছেন । দিনরাত পরিশ্রম করে মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহতা বুঝানোর চেষ্টা করে করছেন । দিন যত এগিয়ে আসছে করোনার সংক্রমন দিন দিন বাড়ছে । তাই সচেতন না হলো ভয়াবহ রুপ ধারণ করবে তখন চেষ্টা করেও রোধ করা যাবে না ।

জানা গেছে, করোনা ভাইরাসের ভয়াবহতা বুঝানো, ভয়াবহতা রোধে জনগনকে সচেতন করা, প্রয়োজন ছাড়া বাড়ি বের না হওয়া, সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় রাখা, দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রন রোধে বিভিন্ন বাজার অভিযান অব্যহত রয়েছে ।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা বলেন, করোনা সংক্রমন ও ভয়াবহতা রোধে জনগনকে সচেতন করা, শারীরিক দূরত্ব বজায় রাখা ও দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রন রোধে বিভিন্ন বাজার পরিদর্শন করা হয় এবং তা অব্যহত থাকবে ।

আরো পড়ুন