হোমনায় প্রথম করোনা রোগী সনাক্ত,গ্রাম ও ডায়গোনেস্টিক সেন্টার লকডাউন

কুমিল্লার হোমনায় প্রথম করোনা ভাইরাস রোগে আক্রান্ত এক জনের সন্ধান পাওয়া গেছে। সে দুলালপুর ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামের দুলু হাজীর স্ত্রী ফাহিমা আক্তার (৩৫)। ফলে মঙ্গলকান্দি গ্রামকে লকডাউন এবং হোমনা সদরের গাজী ডায়গোনেস্টিক সেন্টারে চিকিৎসা নেয়ার কারনে সেই ডায়গোনেস্টিক সেন্টারকে ও লকডাউন ঘোষনা করেছে প্রশাসন ।

উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. আব্দুছ ছালাম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১১ তারিখ একজন পুরুষ ও একজন নারীর করোনা সন্দেহে উপাত্ত সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছিল। বুধবার সন্ধ্যায় এদের রিপোর্ট পাওয়া গেছে। এতে পুরুষ রোগীর রিপোর্ট নেগেটিভ আসলেও নারী রোগীর রিপোর্ট পজেটিভ এসেছে। করেনা রোগে আক্রান্ত নারী রোগীটি ঢাকা মিরপুরে থাকত । সে গত ১৪ দিন আগে গ্রামের বাড়িতে আসে ।

উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা মঙ্গলকান্দি গ্রামে উপস্থিত হয়ে গ্রামকে লকডাউন ঘোষনা করেছেন। এ সময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুছ ছালাম সিকদার ও সহকারী সার্জন ডাক্তার মো. মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন, মঙ্গলকান্দি গ্রামে করোনা রোগী সনাক্ত হওয়ায় ঐ গ্রামকে লকডাউন ও গাজী ডায়গোনেস্টিক সেন্টারে চিকিৎসা নেয়ার কারনে সেই ডায়গোনেস্টিক সেন্টারকে লকডাউন ঘোষনা করা হয়েছে এবং রোগীর পরিবারের বাকী সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরো পড়ুন