হোমনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবদেন করেন স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরী ও আ’লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, হোমনা থানা, হোমনা পৌরসভাসহ বিভিন্ন অঙ্গসংগঠন । পরে উপজেলা পরিষদ মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিমা আহমাদ মেরী ।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল, কাঙ্গালীভোজ আয়োজন, যুব ঋন ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে জুম অ্যাপসের মাধ্যমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরী (সিআইপি) ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম । উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিদুল হক দেওয়ানের স ালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মহসীন সরকার, মহিলা ভাস চেয়ারম্যান নাছিমা আক্তার, জেলা পরিষদের সদস্য ও আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা , সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস,সদস্য মাহবুবুর রহমান খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মো. হুমায়ন কবীর , ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, যুবলীগের আহবায়ক খন্দকার মো. নজরুল ইসলাম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক, থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন , সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম ভুইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও সহকারী শিক্ষক মো. আইয়ুব আলী ও ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ ।

পরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২ লক্ষ ৪০ হাজার টাকা যুব ঋন বিতরণ ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে মোট ৯ টি পুরস্কার প্রদান করা হয়। ।

আরো পড়ুন