হোমনায় সরকারী ত্রান ও শিশু খাদ্য বিতরণ করেন ইউএনও

কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা শ্রমজীবি খেটে খাওয়া নি¤œ আয়ের ২৬৮ পরিবারের মাঝে সরকারী ত্রান ও ৪ টি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা তহবিলের সহযোগিতায় ও চান্দেরচর ইউনিয়নের ব্যবস্থাপনায় মঙ্গলবার চান্দেরচর ইউনিয়ন অফিস মাঠে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ২৬৮ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, চান্দেরচর ইউপি চেয়ারম্যান আবুল বাসার মোল্লাসহ সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্যগন এ সময় উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা হ্যান্ড মাইক ব্যবহার করে করোনা ভাইরাস ভয়াবহতা সম্পর্কে জনগনকে সচেতন হওয়ার আহবান করেন । তিনি বলেন, আপনার সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন, ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করুন এবং সরকারী আদেশ মেনে চলুন ।

আরো পড়ুন