১৭ দিনে কুমিল্লা মেডিক্যালে করোনা ও উপসর্গে ৫২ জনের মৃত্যু

কুমিল্লায় করোনা আক্রান্তে ও উপসর্গে মৃত্যের সংখ্যা কমছে না। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় নতুন বছরের শুরু থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারী। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং একজন নারী।

আরও জানা যায়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন ৫ জন করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে দুই জন করোনা পজিটিভ হয়ে মারা যান।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, মেডিক্যালের কোভিড-১৯ ওয়ার্ডে ৯২ জন রোগী ভর্তি আছেন। ভর্তি রোগীদের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ। ১৮টি আইসিইউ এর মধ্যে সবগুলো বেডে রোগী ভর্তি রয়েছে।

তিনি জানান, গত কয়েকদিনের তুলানায় আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে।

আরো পড়ুন