৭৩’র পর কুমিল্লা-২ আসন পুনরুদ্ধার করলেন মেরী

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগ মনোনীত সেলিমা আহমাদ মেরী নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই বিজয়ের ফলে দীর্ঘ ৪৫ বছর পর এ আসনটি পুনরুদ্ধার করল আওয়ামী লীগ।

সেলিমা আহমাদ মেরী ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

এবারের জাতীয় নির্বাচনে সেলিমা আহমাদ মেরীর প্রাপ্ত ভোট ২ লাখ ৬ হাজার ৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত ঐক্যজোট প্রাথী ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন সর্বমোট ২০ হাজার ৯২৬ ভোট। সেলিমা আহমাদ মেরী এক লাখ ৮৫ হাজার ৮১ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন।

উল্লেখ্য, দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে এ আসন থেকে অ্যাডভোকেট মোজাফ্ফর আলী নৌকা প্রতীক নিয়ে একবার নির্বাচিত হন। তারপর এ আসনটি আর ধরে রাখতে পারেনি আওয়ামী লীগ।

আগের দশটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৬ বার, জাতীয় পার্টি এককভাবে দুবার ও মহাজোট থেকে এক বারসহ মোট ৩ বার ও আওয়ামী লীগ ১ বার নির্বাচিত হয়েছিল।

আরো পড়ুন