নাঙ্গলকোট আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির মাহিনী বাজারে আ,লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হওয়ায় ঘটনা ঘটেছে।

বৃহস্প্রতিবার রাত প্রায় আনুমানিক ১০ টার সময় মাহিনী বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অনেক নেতা কর্মী।

আহতরা হলেন,কুকুরিখিল গ্রামের জসীম মেম্বার,সাবেক মেম্বার মোবারক হেসেন, হুমায়ন মোল্লাসহ আরও অনেকই।

স্হানীয় সূত্র জানায়,রায়কোট উত্তর ইউপির চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, ও আ,লীগ নেতা সাবেক মেম্বার আবদুল হক মজুমদারের দ্বন্দ্ব চলে আসছে গত কয়েক দিন ধরে। চেয়ারম্যানের সমর্থন স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দিন মোল্লা তার লোকজন নিয়ে আবদুল হক মজুমদারকে মারধর করে।

এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার রাতে বাজারে দূর্বৃত্তরা হামলা চালিয়ে কয়েকটি দোকান ঘর ভাংচুর করে।

সাবেক মেম্বার আবদুল হকের ছেলে হান্নান অভিযোগ করে বলেন,চেয়ারম্যান ও জসিম মোল্লার লোকজন তাদের কয়েকটি দোকান ঘর ভাংচুর করেছে।ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না। খবর পেয়ে নাঙ্গলকোটে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা নাঙ্গলকোট থানার সেকেন্ড অফিসার মো ফরিদ জানান,বাজারে একটি সেলুন দোকান ভাংচুর হয়েছে। তা ছাড়া কতোটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আরো পড়ুন